ময়দানের ঐ ট্রামটা জানিস,আমার প্রেমের গল্প জানে,
সেথায় তোকে প্রথম ছোয়া,বুক ভরে তোর গন্ধও নেওয়া।
ভালোবাসি শব্দ দুটো পারেনা আর আমায় ছুঁতে,
আমি আরো পথ হেঁটেছি, অপেক্ষাতে..অপেক্ষাতে।।
সুপর্ণা ঘোষ (১২ সেপ্টেম্বর ২০১৭)
ময়দানের ঐ ট্রামটা জানিস,আমার প্রেমের গল্প জানে,
সেথায় তোকে প্রথম ছোয়া,বুক ভরে তোর গন্ধও নেওয়া।
ভালোবাসি শব্দ দুটো পারেনা আর আমায় ছুঁতে,
আমি আরো পথ হেঁটেছি, অপেক্ষাতে..অপেক্ষাতে।।
সুপর্ণা ঘোষ (১২ সেপ্টেম্বর ২০১৭)
নিজের কথা লিখতে গেলে গুলিয়ে যায়, বলতে জিভ জড়িয়ে যায়। তবুও নিজের কথা বলতে কার না ভালোলাগে!