প্রণয়শলাকা ★ সুপর্ণা ঘোষ

বৈশাখের শ্রান্ত বিকেলে তুমি এলে কালবৈশাখীর মতন,
তখন বুঝিনি, তোমার হাতেই হবে আমার সমস্ত সংযম এর পতন।
ভাবিনি তোমার প্রতিটি সত্তায় নিজেকে ভাসিয়ে দেব কোনোদিন
প্রদীপের শিক্ষার মতো স্বপ্ন বিভোর উজ্জ্বল সে চোখে হারিয়ে যাব কোনোদিন।
সদ্য কৈশোরে পদার্পনরত তরুণী মনে, তুমি দিলে প্রথম প্রণয় এর ছোঁয়া,
তোমাকে পেয়ে মন লাজুক উৎফুল্লে নেচে উঠেছিল ,বৃষ্টি ভেজা ময়ূরের মত।
কিন্তু হায়! তুমি যে মিথ্যে, তুমি যে ছল,
আমায় নিঃশেষ করলো তোমার ছলনা;
চলে গেলে ,দিয়ে গেলে শুধু প্রথম প্রেমের অনেক গুলো উজ্জ্বল মুহূর্তের স্মৃতি।
তোমার প্রতারণা আমায় ভেঙে দিলো, ভেঙে দিলো কৈশোরের সরল নিষ্পাপ মন টিকে।
হে প্রিয়, তোমারে ভুলিনি,ভুলবোনা,মনে রাখব.. মনের দেওয়ালে অস্ফুটে নাম টি লিখে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *