দুটো মন আজও দুটিকেই চাই।
অভিমানী স্রোতে বয়ে চলে যায়
দুজন আজও একা,জীবন যুদ্ধে বোকা
জানলোনা সেই প্রেমিক টি, ভালোবাসা ছিলো ভীষণ খাঁটি।
সুপর্ণা ঘোষ (১৪ সেপ্টেম্বর ২০১৭)
দুটো মন আজও দুটিকেই চাই।
অভিমানী স্রোতে বয়ে চলে যায়
দুজন আজও একা,জীবন যুদ্ধে বোকা
জানলোনা সেই প্রেমিক টি, ভালোবাসা ছিলো ভীষণ খাঁটি।
সুপর্ণা ঘোষ (১৪ সেপ্টেম্বর ২০১৭)
নিজের কথা লিখতে গেলে গুলিয়ে যায়, বলতে জিভ জড়িয়ে যায়। তবুও নিজের কথা বলতে কার না ভালোলাগে!