তোর ভারী গলা, মাথায় টুপি, ব্যালকনি থেকে প্রথম তোকে দেখি ..
চোখে চোখ, মুচকি হাসি, আমার মনের ঘরে কালবোশেখী।
— সুপর্ণা ঘোষ (১২ ফেব্রুয়ারী ২০১৭)
— সুপর্ণা ঘোষ (১২ ফেব্রুয়ারী ২০১৭)
নিজের কথা লিখতে গেলে গুলিয়ে যায়, বলতে জিভ জড়িয়ে যায়। তবুও নিজের কথা বলতে কার না ভালোলাগে!