Fri. Jun 9th, 2023

বিমল করের লেখা কিছু বই পড়ার পর ওনার লেখার প্রতি ব্যক্তিগত ভাবে আমার একটি গভীর প্রত্যাশা জন্মায়। মজার প্রেম, টুইস্ট এ ভরপুর লেখা পড়ার বাসনায় ১৯৭৫ সাহিত্য আকাদেমি পুরস্কারপ্রাপ্ত এই বই টি কিনি। শুরু করার পর বেশ খানিকটা পড়ে বুঝতে পারি আমার প্রত্যাশা কে সম্পূর্ণ ভুল প্রমাণ করে লেখক বেশ জটিল কিছু চরিত্র ও পারিপার্শ্বিক পরিস্থিতি তৌরি করেছেন।
গল্পে আছে প্রধান পাঁচ টি চরিত্র – মোহিনী, অবিন, আয়না, সুহাস ও জ্যেঠামশাই । গোটা বইটি অদ্ভুত ভাবে সাজানো, এক একটি অধ্যায় এক এক জনের প্রেক্ষাপট ও দৃষ্টিভঙ্গি তে রচনা করা। প্রধান যে দুটি চরিত্র অর্থাৎ অবিন ও মোহিনী তাদের মানসিক ওঠাপড়া, সম্পর্কের জটিলতা সম্পূর্ণ গল্পটিকে ঘিরে রেখেছে। বই পড়তে পড়তে আমি বহুবার অবিন চরিত্রটির সাথে হুমায়ুন আহমেদের রচিত চরিত্র ‘হিমু’ বা ‘হিমালয়’ চরিত্রটির মিল পেয়েছি। আর হয়তো এই বিষয়টিই আমার ভালোলাগার অন্যতম একটি জায়গা।
একটি অন্য ধরণের গল্প, বা উপস্থাপনা পড়ার ইচ্ছে থাকলে, এটি পড়তেই পারেন।

লেখল- বিমল কর
প্রকাশক- আনন্দ পাবলিশার্স
প্রচ্ছদ- পূর্ণেন্দু পত্রী
মূল্য- ২০০টাকা

 

By Suparna Ghosh Kunda

নিজের কথা লিখতে গেলে গুলিয়ে যায়, বলতে জিভ জড়িয়ে যায়। তবুও নিজের কথা বলতে কার না ভালোলাগে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *