সেদিন তুই হটাৎ এলি, বন্ধুত্বের হাত বাড়ালি
বন্ধুত্ব তমকা পেলো, আমি পেলাম তোকে
রান্না বাটি ব্যস্ত জীবন ঝড়ের মতো ছোটে।
সুপর্ণা ঘোষ (২০ জানুয়ারী ২০১৮)
সেদিন তুই হটাৎ এলি, বন্ধুত্বের হাত বাড়ালি
বন্ধুত্ব তমকা পেলো, আমি পেলাম তোকে
রান্না বাটি ব্যস্ত জীবন ঝড়ের মতো ছোটে।
সুপর্ণা ঘোষ (২০ জানুয়ারী ২০১৮)
নিজের কথা লিখতে গেলে গুলিয়ে যায়, বলতে জিভ জড়িয়ে যায়। তবুও নিজের কথা বলতে কার না ভালোলাগে!