Fri. Jun 9th, 2023

ট্রেনে যেতে যেতে শেষ করলাম “রূপকথার জন্মদিন”। সৌরভ মুখোপাধ্যায় রচিত উপন্যাসটির নাম রূপকথার জন্মদিন। এক খুদে মেয়ের জীবন যুদ্ধের গল্প। যে অত্যন্ত গরিব অথচ তুখোড় বুদ্ধিমতী, অভুক্ত কিন্তু একপেট জানার ইচ্ছে। তেরো চোদ্দ বছরের বাপ মা মরা খুশির, কাকা কাকীর সংসারে উচ্ছিষ্টের মত বেঁচে থাকা। বাঁচার তাগিদে ঘর ছাড়া,আর তারপর সাক্ষাৎ এক নতুন অজানা অচেনা অনিশ্চিত জগৎ এর। এখন থেকে শুরু সন্ধান। সন্ধান একটু আশ্রয়ের, একটু স্বস্তির। আর আছে শেষ অব্দি আত্মসম্মান নিয়ে বেড়ে ওঠা ও প্রতিষ্ঠিত হওয়ার কাহিনী।গল্প পড়তে পড়তে মনে হবে পাশের বাড়িতে যে মেয়েটি ঠিকে কাজ করে, সেই হয়ত খুশি। কিংবা যে মেয়েটি হোটেলে আপনার খাওয়ার শুরুতে টেবিল টা মুছে দিলো, হয়ত বা সেই। আমাদের অজান্তেই কত কত খুশি বা টিয়া নিঃশব্দে তাদের রূপকথার জন্ম দিচ্ছে।

প্রথম প্রকাশ – ডিসেম্বর,২০১৭
প্রচ্ছদ- একতা ভট্টাচার্য
মূল্য – ১০০
প্রকাশক- দ্য কাফে টেবিলে
Buy Rupkothar Jonmodin (Bengali) by Sourav Mukhopadhyay online

By Suparna Ghosh Kunda

নিজের কথা লিখতে গেলে গুলিয়ে যায়, বলতে জিভ জড়িয়ে যায়। তবুও নিজের কথা বলতে কার না ভালোলাগে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *