এক আকাশ বুক নিয়ে যেই পাহাড় হয়ে দাঁড়িয়ে গেলে মনের কি দোষ বলতে পারো, ভরসা দেওয়া গন্ধ পেলে। চোখ ভিজে যায় জমাট জলে, বুকের নরম কামড়ে ধরো আমার কাছে চিরকালই সুখের চেয়ে শান্তি বড়। ইচ্ছে গুলো ডুবিয়ে দিয়ে স্বপ্ন গুলোই আগলে রাখি আমার যে কাজ হয়নি সারা, অনেকটা তার শুধুই বাকি। তোমার চোখের সাগর টাতে ডুবব ভেবেও পিছিয়ে এলাম দূরত্ব টা বেজায় বেশি, মুহুর্তে তাই সামলে নিলাম। যাওয়ার আগে বলি শোনো, তুমি হলে সেই বনের পাখি আমার আজো উড়তে মানা, সাবধানে তাই খাঁচায় থাকি। বলবো ভেবেও হয়নি বলা, গলায় সেসব জমাট বাঁধে আমি ভীষণ অগোছালো, গোছানো কি আমার সাজে! Post navigation এবং মাধবীলতা ★ সুপর্ণা ঘোষ অপ্রেমিকা | Apremika