অমন করে যাসনা ফিরে, একা আমি সবার ভিড়ে কাছে আই আদর করি! তোর গন্ধ মনে ভরি ভালোবাসি ভালোবাসি, তুই যে আমার প্রানের বাঁশি আমাই তো তুই গেছিস ভুলে, আসি বলেই যাস চলে। রাগ করে না লক্ষীটি, আয় না রে তোর গাল টিপি, খালি খালি কাঁদাবি রে!এত্তো গোঁসা!! বেশ তবে দে সাজা, কমবেতো তোর মনের বোঝা!! খালি অমন রাগ করিস, অভিমানে মন ভরিস..আমি কি তো পর রে পাগল ! আমি বৃষ্টি তুই আমার বাদল । — সুপর্ণা ঘোষ (১৯ মার্চ ২০১৭) Post navigation মেয়ে বেলা আমার মেয়ে ★ সুপর্ণা ঘোষ