অসম্পূর্ণ ★ সুপর্ণা ঘোষ

[columns]
[column size=”1/3″](১)
ফেলে দেওয়া ফুল
নষ্ট শিমুল ঘূর্ণবাতের মাঝে,
ঘোমটা টেনে সিঁথি রাঙিয়ে
ঘরের বধূ সাজে।[/column]
[column size=”1/3″](২)
ওরে মুখপুড়ি কিভাবে বললে
বুঝবি হারামজাদি
শুধু মুখ নয়, কপালো বোধহয়
পুড়েছে রে আহ্লাদী।[/column]
[column size=”1/3″](৩)
স্বামী সুখ ছেড়ে কোন মোহ ভরে
বেড়িয়ে ছিলিস তবে
ছিন্নভিন্ন অচেনা স্রোতেতে
তোর কি সে সুখ হবে?[/column]
[/columns]

[columns]
[column size=”1/3″](৪)
সং সেজেগুজে সংসার করো
তবেই তুমি নারী
সন্তান নাও পৃথিবী গড়
নাহলে তুমি বিবাগী।[/column]
[column size=”1/3″](৫)
একা হলে তুমি ব্যবহার হবে,করুনা পাবে
পাবে প্রেমও,
শেষবেলা তুমি একাই একার
এটাও সত্য জেনো।[/column]
[column size=”1/3″](৬)
তার চেয়ে চলো নতুন করে
নিজের জগৎ গড়ি
যে জগৎ খালি নিজের জন্য
শুরু থেকে শুরু করি।[/column]
[/columns]

[columns]
[column size=”1/1″](৭)
ভুল করে করে ক্লান্ত দু চোখ
চোখের পাতাও ভারী
দূরের আলো ঝাপসা দেখেও
বাঁচার আশা করি।।[/column]
[/columns]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *