মনে আছে সেই পাইন বাগান!
যেখানে তুই আদর করে নাম দিলি এই পাগলী টাকে!
হাঁটুর উপর বসে তোকে বলতে হবে, জেদ ধরলি
ওরে পাগল, তুই তো আমার এক পৃথিবী,
বুকের মাঝের মস্ত জমি, প্রাসাদ সম ঘর গড়লি।
সুপর্ণা ঘোষ (২০ জানুয়ারী ২০১৮)
মনে আছে সেই পাইন বাগান!
যেখানে তুই আদর করে নাম দিলি এই পাগলী টাকে!
হাঁটুর উপর বসে তোকে বলতে হবে, জেদ ধরলি
ওরে পাগল, তুই তো আমার এক পৃথিবী,
বুকের মাঝের মস্ত জমি, প্রাসাদ সম ঘর গড়লি।
সুপর্ণা ঘোষ (২০ জানুয়ারী ২০১৮)
নিজের কথা লিখতে গেলে গুলিয়ে যায়, বলতে জিভ জড়িয়ে যায়। তবুও নিজের কথা বলতে কার না ভালোলাগে!