পার্কের দক্ষিণ কোনের বেঞ্চটাই চাবি দিয়ে ঘষে লেখা তোমার আমার নামটা একদিন আমাদের গল্প বলবে,
পেরিয়ে প্রায় পঞ্চাশটা বছর, সেই একই বেঞ্চ, তুমি আমি পাশাপাশি, গল্পে ডুবে আমরা দুজন, হাতের আইসক্রিমটা গলবে।
সুপর্ণা ঘোষ (০৮ জানুয়ারী ২০১৮)
পার্কের দক্ষিণ কোনের বেঞ্চটাই চাবি দিয়ে ঘষে লেখা তোমার আমার নামটা একদিন আমাদের গল্প বলবে,
পেরিয়ে প্রায় পঞ্চাশটা বছর, সেই একই বেঞ্চ, তুমি আমি পাশাপাশি, গল্পে ডুবে আমরা দুজন, হাতের আইসক্রিমটা গলবে।
সুপর্ণা ঘোষ (০৮ জানুয়ারী ২০১৮)
নিজের কথা লিখতে গেলে গুলিয়ে যায়, বলতে জিভ জড়িয়ে যায়। তবুও নিজের কথা বলতে কার না ভালোলাগে!