চেনা বসন্তের সেই অচেনা দিনের শেষে মেটে আবির যেন দুহাতে, দুগালে মেখে। চোখ বুজে আমি চলি,ঘ্রাণে পলাশের রেশ একটি মানুষ খুঁজি, তবু সেই ছদ্মবেশ। আকাশের বুকে মেঘ,জোৎস্নার চাঁদ বুকে কিছু বুক ফাঁকা রয়, ভরেনা অলীক সুখে। জীবন অনেক বড়,জড়সড় হয়ে রয়, ফল্গুর মত স্রোত যন্ত্রনা নিয়ে বয়। তবু চলি ,কথা বলি ,সুখ খুঁজি মনরে মেতে থাকি ভালোবাসি কান পেতে শোনরে। অতি লোভী আমি সখা,দয়াময় ওগো তুমি মেলাতে পারিনি প্রিয়,অকৃতজ্ঞ আমি। তুমি যেন চিনে নিও,ভুলনা পথের ফুল , পথেই পরে রবে, হবেনা কখন কুল। – সুপর্ণা ঘোষ ( 18/02/2018) Post navigation একতরফা ★ সুপর্ণা ঘোষ সেদিন আমি ★ সুপর্ণা ঘোষ