কি গো, অমন করে চেয়ে আছো যে!
আজ বুঝি সেই বিচ্ছু মেয়ে
বৃষ্টি ভেজার বায়না করেছে?
দাওনা তাকে লিখতে মেঘের গায়ে,
এক দুই তিন ছন্দ মিলুক মুক্তির পায়ে পায়ে।
যেমন করে অন্ধকারে হটাৎ অসাবধানী,
আমি তোমায় তোমার থেকে অনেক বেশি জানি।
আগলে রেখো দুহাত দিয়ে কুঁড়ি যেমন শাখে,
মায়ের আদর সোহাগ দিও মা মরা অঞ্জনাকে।