পাগলা তোর সঙ্গে যা ইচ্ছে তাই জীবন কাটাব
পাগলা তোর সঙ্গে দূরে দূরেই কাটাব জীবন,
তুই তার বাম গালে কানের পাশে চুল সরাবি
ওর হাঁসিতে মিশে গিয়ে ঢলে পরবো তোর গায়ে।
পাগলা তোর সঙ্গে না কথা বলা জীবন কাটাব
পাগলা তোর সঙ্গে ডাইরির ভাঁজে কাটাব জীবন
রং তুলি নিয়ে মাখা মাখি তোকে অতর্কিতে জাপ্টে ধরবো
মিশে যাবো ধুলো ওরা তোর একচিলতে বেলকুনি তে।
পাগলা তোর সঙ্গে চার দেওয়ালে জীবন কাটাব
পাগলা তোর সঙ্গে একটা রাতেই কাটাব জীবন।