এভাবেই একদিন মিশে যাবো অচেনাদের ভিড়ে;
হাতরাবি তুই ,খুজবি ভীষণ
কাটবে সময় ,বাড়বে বয়স,
নিঃশব্দে আমি সিঁথি রাঙাবো অন্য কারোর অবিরে।
সুপর্ণা ঘোষ (২০ অক্টোবর ২০১৭)
এভাবেই একদিন মিশে যাবো অচেনাদের ভিড়ে;
হাতরাবি তুই ,খুজবি ভীষণ
কাটবে সময় ,বাড়বে বয়স,
নিঃশব্দে আমি সিঁথি রাঙাবো অন্য কারোর অবিরে।
সুপর্ণা ঘোষ (২০ অক্টোবর ২০১৭)
নিজের কথা লিখতে গেলে গুলিয়ে যায়, বলতে জিভ জড়িয়ে যায়। তবুও নিজের কথা বলতে কার না ভালোলাগে!