তুমিও আছো আমিও আছি
দিব্যি আছে বেশ
সাথে থাকার স্বপ্ন গুলো
শুরুর আগেই শেষ।
Related Posts
একলা থাকার সকাল গুলোয়
একলা থাকার সকাল গুলোয় ভীষণ রকম আলো, আবছায়া সব স্মৃতির ভীড়ে মনের আকাশ কালো । সুপর্ণা ঘোষ (২০ জানুয়ারী ২০১৭)
তবু মনে রেখো
তবু মনে রেখো মনে না পারলে মগজে রেখো প্রেম না এলে ঘৃণায় বেঁচো তবু মনে রেখো সুপর্ণা ঘোষ (০৮ জানুয়ারী…
ডুব দেব তোর বুকের গভীর তল ★ সুপর্ণা ঘোষ
ডুব দেব তোর বুকের গভীর তল, বাইরেটা যার শক্ত ভেতরে প্রেম টলমল।।