Quotes কিছু অভিমান নিঃশব্দে থাকে জমা Suparna Ghosh KundaMarch 18, 2017April 5, 2023 কিছু অভিমান নিঃশব্দে থাকে জমা, সব ভুলের হয় কি ক্ষমা! সুপর্ণা ঘোষ (১৪ মার্চ ২০১৭)
ইচ্ছে হয় হঠাৎ আচমকা তোকে জাপ্টে ধরে, ঠোঁটের লাল তোর জামার কলারে লাগিয়ে দিলে! মাঝে মাঝে গোপনীয়তা তুড়ি মেরে উড়িয়ে, দুহাত খুলে…
যাদের জন্য ছাড়লে ঘর ★ সুপর্ণা ঘোষ যাদের জন্য ছাড়লে ঘর, ভাঙলে সুখের পাড়া একলা হলে, ভীষণ জ্বরে খবর নেয় তো তারা!
চোখের নিচে গভীর কাজল চোখের নিচে গভীর কাজল চোখের পাতা বৃষ্টি পায়, শেষ হলে সব হিসেব নিকেশ দস্যি মেয়ে মুক্তি চায়।।