Quotes কিছু অভিমান নিঃশব্দে থাকে জমা Suparna Ghosh KundaMarch 18, 2017April 5, 2023 কিছু অভিমান নিঃশব্দে থাকে জমা, সব ভুলের হয় কি ক্ষমা! সুপর্ণা ঘোষ (১৪ মার্চ ২০১৭)
তোর মতো একটা বুক চাই আমার তোর মতো একটা বুক চাই, হটাৎ করে ঝুপ করে লুকোচুরিতে মাতবো। আমার তোর মত একটা লোক চাই, রান্নাবাটি খেলনাপাতি…
ডুব দেব তোর বুকের গভীর তল ★ সুপর্ণা ঘোষ ডুব দেব তোর বুকের গভীর তল, বাইরেটা যার শক্ত ভেতরে প্রেম টলমল।।