কেন তুই এমন হলি!
বুকের মাঝে ছোট্ট কোনে
হঠাৎ করে মিশে গেলি!
হাসি কান্না শব্দ দুটো
এখন খালি সময় গোনে
সকাল বিকেল কাজের ফাঁকে
লুকিয়ে তোর গল্প শোনে
সুপর্ণা ঘোষ (১০ অক্টোবর ২০১৭)
কেন তুই এমন হলি!
বুকের মাঝে ছোট্ট কোনে
হঠাৎ করে মিশে গেলি!
হাসি কান্না শব্দ দুটো
এখন খালি সময় গোনে
সকাল বিকেল কাজের ফাঁকে
লুকিয়ে তোর গল্প শোনে
সুপর্ণা ঘোষ (১০ অক্টোবর ২০১৭)
নিজের কথা লিখতে গেলে গুলিয়ে যায়, বলতে জিভ জড়িয়ে যায়। তবুও নিজের কথা বলতে কার না ভালোলাগে!