শুনছো আমার রাত্রি জাগা তারা মধ্যে রাতের স্বপ্ন দিশাহারা ;
রাত্রি জাগার সঙ্গী যদি হও আমার থেকে আমাই নিয়ে নাও,
তুমি আছো বুকের বাম পাশে হাসলে তুমি আমার দুচোখ হাসে;
কথাই কথাই অশ্রু এলে চোঁখে তুমিও কাঁদো আমার সাথে বসে;
চাওয়া পাওয়ার গন্ডি টাকে ছেড়ে চলো হারায় সব কিছু পেরিয়ে;
নাইবা হলাম আমরা সুখের সাথী দুঃখে যেন তোমার পাশেই থাকি তোমার দু চোখ স্বপ্ন হয়ে ভাসে তোমার গন্ধ আমার চারিপাশে ; জানি তুমি দামি সবার কাছে আমার কাছে কি বা দেওয়ার আছে!
তুচ্ছ আমি অতি সাধারণ বেলা শেষে তুমি একান্ত আপন।।
— সুপর্ণা ঘোষ (১২ জানুয়ারী ২০১৭)