রাত, তুমি একটু থেমে যাও অশ্রু মাখা চোখ দুটোকে স্বস্তি তুমি দাও; নিঃশব্দে তোমার কোলে দুঃখ গুলো রাখি শব্দ ছকের মাঝে আমার অতীত মাখা মাখি। হাসি হাসায় কাঁদি কাঁদায় মন্দ ভালোর মাঝে, মনের ভেতর তোমায় খুঁজি সকাল কিংবা সাঁঝে। সেদিন থেকে তুমিই সাথী যেদিন থেকে একা কৃষ্ণ কালো বক্ষে তোমার চাঁদ রয়েছে বাঁকা। — সুপর্ণা ঘোষ (২৭ ফেব্রুয়ারী ২০১৭) Post navigation জন্মদিন মেয়ে বেলা