Poems রাত্রি Suparna Ghosh KundaFebruary 27, 2017April 16, 2023 রাত, তুমি একটু থেমে যাও অশ্রু মাখা চোখ দুটোকে স্বস্তি তুমি দাও; নিঃশব্দে তোমার কোলে দুঃখ গুলো রাখি শব্দ ছকের মাঝে আমার অতীত মাখা মাখি। হাসি হাসায় কাঁদি কাঁদায় মন্দ ভালোর মাঝে, মনের ভেতর তোমায় খুঁজি সকাল কিংবা সাঁঝে। সেদিন থেকে তুমিই সাথী যেদিন থেকে একা কৃষ্ণ কালো বক্ষে তোমার চাঁদ রয়েছে বাঁকা। — সুপর্ণা ঘোষ (২৭ ফেব্রুয়ারী ২০১৭)
মায়ের মেয়ে ★ সুপর্ণা ঘোষ কি গো, অমন করে চেয়ে আছো যে! আজ বুঝি সেই বিচ্ছু মেয়ে বৃষ্টি ভেজার বায়না করেছে? দাওনা তাকে লিখতে মেঘের…
তোমার জন্য ★ সুপর্ণা ঘোষ এক আকাশ বুক নিয়ে যেই পাহাড় হয়ে দাঁড়িয়ে গেলে মনের কি দোষ বলতে পারো, ভরসা দেওয়া গন্ধ পেলে। চোখ ভিজে…
অপ্রেমিকা | Apremika আমি চেয়েছিলাম কেউ আমার প্রেমে পড়ুক, কেউ আমাকে পাগলের মত কাছে পেতে চাক, আগলে রাখুক, লুকিয়ে ফটো তুলুক, মন দিয়ে…