হঠাৎ আচমকা তোকে জাপ্টে ধরে,
ঠোঁটের লাল তোর জামার কলারে লাগিয়ে দিলে!
মাঝে মাঝে গোপনীয়তা তুড়ি মেরে উড়িয়ে,
দুহাত খুলে চেঁচিয়ে বলতে ইচ্ছে হয়!
“ভালোবাসি!!!”
হঠাৎ আচমকা তোকে জাপ্টে ধরে,
ঠোঁটের লাল তোর জামার কলারে লাগিয়ে দিলে!
মাঝে মাঝে গোপনীয়তা তুড়ি মেরে উড়িয়ে,
দুহাত খুলে চেঁচিয়ে বলতে ইচ্ছে হয়!
“ভালোবাসি!!!”
নিজের কথা লিখতে গেলে গুলিয়ে যায়, বলতে জিভ জড়িয়ে যায়। তবুও নিজের কথা বলতে কার না ভালোলাগে!