Quotes যাদের জন্য ছাড়লে ঘর ★ সুপর্ণা ঘোষ Suparna Ghosh KundaOctober 13, 2018April 5, 2023 যাদের জন্য ছাড়লে ঘর, ভাঙলে সুখের পাড়া একলা হলে, ভীষণ জ্বরে খবর নেয় তো তারা!
আমি দেব কাঠ ফাটা রোদের বিষ আমি দেব কাঠ ফাটা রোদের বিষ.. তুই ওদের ছায়ার কোলে আনন্দ দিস। সুপর্ণা ঘোষ (৩১ মার্চ ২০১৭)
চুলের খোঁপাটা খুলে চুলের খোঁপাটা খুলে দেখি তোর গন্ধ পাচ্ছি।।। এরকম হয়?? তুই মিশে গেছিস নিঃস্বাস এ বিশ্বাস হয়ে । — সুপর্ণা ঘোষ…