তোর জন্য একটা হলুদ পাঞ্জাবী কিনবো, আমার বহু দিনের সখ।
আর একটা বুক-পকেটের পেন,
নিজের জন্য নেব নীল রাঙা শাড়ী।
তারপর কোন একটা সন্ধ্যের পর,
দুজনে হাত ধরে খালি পায়ে চৈ চৈ করে
হেঁটে বেড়াব সারা শহর।
তোর হাতে থাক নীল পদ্ম, আমার হাতে কদম
হিমালয় আমার চিরদিনই প্রিয়
তার থেকেও প্রিয় হিমু,
চলনা শেষবার সেই উপন্যাসের মত প্রেম করি!
চলনা আর একবার সেই প্রথমবারের মত হাত ধরি!