তোমার রঙিন স্মৃতি আমার হৃদয় কে স্পর্শ করতো,
কিন্তু, অন্তরের অন্তঃস্থলকে ছুঁয়েছে তীক্ষ্ণ ছুরির মতন।তোমার উষ্ণ উপস্থিতি, আমার হৃদয়কে উজ্জীবিত করতো, উল্লাসিত করতো,
কিন্তু, সে অনুভূতি মৃত প্রায় আজ।তোমার দৃষ্টি আমার অন্তরকে আপ্লুত করতো,
কিন্তু, সে দৃষ্টি আজ উপেক্ষিত, আহত।তোমার স্মৃতির ক্ষত গুলো এতই নরম যে,
আজও আঙুলি স্পর্শেই রক্তপাতের আশঙ্কা।তবু তোমার স্মৃতির পথ ধরেই
জীবন পথে হেঁটে চলেছি ,নদির গতিহীন ধারার মতন।।— সুপর্ণা ঘোষ (২৩ মে ২০০৯)