প্রতিদিন সকালে উঠে আর অফিস থেকে ফেরার সময় একটিই চিন্তা আমার মাথায় ঘুরতে থাকে। আজ কি রান্না করব। তো আজ হঠাৎ ইচ্ছে হলো সুক্ত বানানোর।আমি আগে কখন বানাইনি।চট করে YouTube ঘুরে এলাম।বাড়ি ফেরার পথে সবজি নিলাম করলা,বেগুন,সজনে ডাটা,আলু,আর কাঁচা কলা। বাকি উপকরণ- ঘি, তেজ পাতা,সরষের তেল,লবন, পাঁচফোরঙ, কাঁচালঙ্কা, সরষে আর পোস্ত বাটা আর বড়ি, আমার বাড়িতেই ছিল। প্রতিটা সবজি লম্বা করে কেটে আলাদা আলাদা করে ভেজে ও বড়ি ভেজে তুলে রেখে,কড়াইতে তেল ,তাতে পাঁচফোরঙ,কাঁচালঙ্কা,তেজপাতা দিয়ে সমস্ত ভেজেরাখা সব্জিদিন,উপর থেকে দিন পোস্ত সরষে বাটা,পরিমান মত লবন,চিনি ,আর উষ্ণ গরম জল পরিমান মত। সবজি সেদ্ধ হয়ে এলে জল সামান্য শুকিয়ে ঘি দিন,ব্যাস তৈরি। বাঙালি ভুঁড়ি ভোজ সুক্ত ছাড়া অসমাপ্ত।
Related Posts
সুজির ইডলি ★ সুপর্ণা ঘোষ ★
সকালে উঠে রুটি বা মুড়ি খেতে ভালোলাগছেনা? টুক করে বানিয়ে ফেলুন সুজির ইডলি। উপকরণ যৎসামান্য, যা মোটামুটি আমাদের বাড়িতেই থাকে।…
আলুর দই দম
গরম পড়েছে বলে বাবা দই এনে দিয়েছে বেশ খানিকটা। আমি একা মানুষ, কে খাবে ওতো দই? তাই এখন সবেতেই দই…
প্রেসার কুকারে ঝটপট ঝাল খিচুড়ি রান্নার রেসিপি
ঝড় বৃষ্টিই যখন হলো তখন খিঁচুড়িই হয়ে যাক! প্রেসার কুকারে ঝটপট ঝাল খিচুড়ি রান্নার রেসিপি উপকরন [columns] [column size=”1/2″]চিকেন ১…