লিখতে বসে চোখটি বুজে,
তার ছবিটি মনে আসে।
তুলির টানে প্রানের গানে
সে আসে মনের ক্যানভাসে।।
সে যে ছিল চিরদিন কেবলই আমার পাশে,
বাঁচতে আমি চেয়েছিলাম
শুধু তাকেই ভালোবেসে।।
নিত্য কালের সঙ্গী হয়ে
ফুলের মতন পাঁপড়ি মেলে,
আলো ছায়ার রঙ্গীন খেলায়
মাতিয়ে দিয়ে হারিয়ে গেলে।
সপ্ত ঋষির মাঝে আমার মন তোমারে খুঁজতে চায়,
কিন্তু, যে যায় সে কি ফেরে!
সাথী হারা পাখির মতন
ফিরে কি সে আসে নীড়ে।।