ঠাম্মা বল্লো, একে মেয়ে তাতে আবার কালো !
মুচকি হেসে পিসি বলে, দাদা তোর কপালে এই ছিলো!
মা আমার বড্ডো নরম, বুকের কাছে নীলো তুলে
তৃপ্তির হাসি হেসে মা, সব দুঃখ গেলো ভুলে।
দুঃখ কিসের, মেয়ে বলে! কীই বা হতো ছেলে হলে?
ঐতো দেখি বিলুর মা কে শেষ বয়সে গেছে ফেলে।
ছোট্ট বেলা হারিয়ে গেল, শাসন বারণ বন্ধনেতে
দুই নয়নে স্বপ্ন দেখে যৌবনের ঐ হাতছানিতে।
লক্ষী মেয়ে বড় হলো, সে এখন খুব রূপসী
ডাগর নয়ন,ভরাট শরীর,রূপে যেন এলোকেশী।
দৃষ্ট রুদ্ধ স্বপ্ন ফুরোয়,পড়ার টেবিল হারমোনিয়াম
..সব ছেড়ে সে যাবে চলে,
ছোট্ট বেলা যাবে ভুলে।
নতুন মানুষ, নতুন ঘর, স্বামী আপন সবাই পর
একটি মুঠোয় শোধ হবে ঋণ, মায়ের দুধ আর বাবার ঘর।
বাবার মেয়ে, স্বামীর স্ত্রী, আজ সে হল ছেলের মা,
ও মেয়ে তবে নিজের কি? ঘর বাড়ি নাম কিস্সুনা?
— সুপর্ণা ঘোষ (২৮ মার্চ ২০১৭)