প্রেমিকা ,বৌ বা বান্ধবী ,সব নিয়ে মেয়েরা নাকি ভয়ানক সন্দেহ বাতিক। আমাদের মেয়েদের জীবনের বেশির ভাগ সময়টাই কেটে যায় চারটে দেওয়াল আর কয়েকটা মানুষ কে ঘিরে। তার এই ছোট্ট সাম্রাজ্যের একমাত্র সম্পদ আপনি তার প্রেমিক বা স্বামী। মেয়েটি যতই স্বাধীনচেতা, স্বনির্ভর হোক না কেন ,তার সব থেকে দুর্বল নরম জায়গাটা আপনি জুড়ে আছেন।
তাই রাগ অভীমান, ভয় ,হিংসে সবটাই তুমি কে ঘিরে।তার সন্দেহ করার অভ্যেস টাই আপনার ভীষণ রাগ হয় ঠিক , কিন্তু এই সন্দেহ আপনার কাছের মানুষটিকে কি পরিমান দুমড়ে মুচড়ে দেয় তাওতো আপনার অজানা নয়।তাই ভালোবাসুন,অনেক ভালোবাসুন যেন আপনাকে হারানোর ভয় যেন তার না হয়।মেয়েরা সব ছাড়তে পারে, নিজের বাড়ি, বাবা মা আরো কত কি , কেবল আপনার ভালোবাসার ভাগ নয়।
— সুপর্ণা ঘোষ (১৩ অক্টোবর ২০১৭)