রাধা-কৃষ্ণের শেষ সাক্ষাতে মোহনবাঁশির স্বর্গীয় সুরে মৃত্যুবরণ রাধিকার

Painting by me (Suparna Ghosh)
Painting by me (Suparna Ghosh)

-সুপর্ণা ঘোষ (Feb 2018)

রাধা-কৃষ্ণের শেষ সাক্ষাতে মোহনবাঁশির স্বর্গীয় সুরে মৃত্যুবরণ রাধিকার‚ বাঁশি ভেঙে ফেলে দিলেন শ্রীকৃষ্ণ

কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে যাওয়ার পরে আর কোনওদিন রাধার সঙ্গে তাঁর দেখা হয়েছিল ? বেশিরভাগ প্রামাণ্য পুঁথি বলবে‚ না‚ আর কোনওদিনও শ্রীরাধিকার মুখোমুখি হননি তাঁর প্রাণসখা | এক বারের জন্যেও বৃন্দাবনে পা পড়েনি দ্বারকার রাজা কৃষ্ণের | এ বার তাহলে শুনুন এক প্রচলিত লোককথা | যেখানে বলে‚ রাজা হওয়ার পরেও প্রেয়সী রাধিকার মুখোমুখি হয়েছিলেন তাঁর কানাই |

শক্তির প্রতীক‚ দেবী লক্ষ্মীর অংশ হিসেবে রাধার উল্লেখ আছে ব্রহ্ম বৈবর্ত পুরাণ‚ রাধিকোপনিষদ‚ স্কন্দ পুরাণে | তবে শ্রীরাধা কৃষ্ণের মতো গুরুত্ব পেলেন দেশে বৈষ্ণব সাহিত্যের জোয়ার আসার পরে | বল্লভ‚ গৌড়ীয় বা নিম্বার্ক সম্প্রদায়ের বৈষ্ণবদের কাছে রাধিকা ছাড়া শ্রীকৃষ্ণের অস্তিত্ব অর্থহীন | বৈষ্ণবদের মধ্যে প্রচলিত আছে এক কাহিনি | রাধা-কৃষ্ণের শেষ সাক্ষাতে রাধিকার মৃত্যুবরণের কথা |

বলরাম-কৃষ্ণকে নিয়ে যেতে বৃন্দাবনে এল কংসের রথ | রাধার কাছ থেকে বিদায় নিতে রেপাল্লি গ্রামে গেলেন শ্রীকৃষ্ণ | দুজনের দেখা হল | কিন্তু সে সাক্ষাৎ নির্বাক | কয়েক ক্ষণ থেকে চিরদিনের মতো রাধার কাছ থেকে চলে গেলেন তাঁর সখা | শুধু রাধিকাই নন | কৃষ্ণ ছেড়ে চলে গেলেন তাঁর আবাল্যের বৃন্দাবন‚ সব গোপ বালক‚ গোপিনী‚ সবথেকে বড় কথা তাঁর শৈশব ও কৈশোরকে |

একদিকে কংস-শিশুপাল বধের পরে কৃষ্ণ তখন রাজা | রাজধানী মথুরা থেকে চলে গেছে দ্বারকায় | অন্যদিকে বৃন্দাবনে রাধার ধ্যানজ্ঞান শুধুই কৃষ্ণ | প্রতি মুহূর্তেই তাঁর কথা ভেবে চলেন কলঙ্কিনী রাধা | যা নিয়ে বিখ্যাত হয়ে আছে রাধার বারমাস্যা | মনে কৃষ্ণকে নিয়ে যন্ত্রের মতো জটিলা-কুটিলার সংসারে থাকেন রাধা | একদিন শেষ হয় তাঁর সংসার ধর্ম | ততদিনে রাধা বৃদ্ধ‚ দুর্বল | সংসারের সব দায়িত্ব পালন সমাপ্ত করে রাধা বৃন্দাবন ছেড়ে চলে গেলেন | একবার কৃষ্ণকে চোখের দেখা দেখবেন বলে |

অবশেষে দ্বারকায় গিয়ে কৃষ্ণের মুখোমুখি হন রাধা | তখন কৃষ্ণের পরনে রাজবেশ | আর রাধা ক্ষীণকায়া | কৃচ্ছ্রসাধনে তাঁর দেহ ভেঙে পড়েছে | কৃষ্ণর কাছে থাকবেন বলে দ্বারকার প্রাসাদে থেকে গেলেন রাধা | এক দাসীর বেশে | একথা রাধাকৃষ্ণ ছাড়া আর কেউ জানলেন না | সারা দিনমানে দূর থেকে তিনি দেখেন কৃষ্ণকে | কিন্তু রাধা উপলব্ধি করলেন‚ তাঁর এই আচরণ ঠিক নয় | কৃষ্ণের এই সান্নিধ্য তাঁর ভাল লাগছে না | আপাত ভাবে দূরত্ব কমেছে ঠিকই | কিন্তু মনসিক দূরত্ব অনেক বেড়েছে | এর থেকে মানসিক নৈকট্য অনেক বেশি কাছের ও সুখের | কারণ‚ তিনি আর কৃষ্ণ তো একই সত্তা | কৃষ্ণকে পাওয়ার জন্য তাঁকে দেখা‚ তাঁর কাছে থাকার কোনও দরকার নেই | কারণ কৃষ্ণের আসন পাতা আছে তাঁর মনে |

সবার অলক্ষ্যে নিভৃতে কৃষ্ণের প্রাসাদ ছেড়ে বেরিয়ে পড়লেন রাধা | কোথায় যাবেন‚ কিছু জানেন না | উদ্ভ্রান্তের মতো হাঁটতে হাঁটতে চৈতন্য হারিয়ে পড়ে গেলেন | রাধিকা না বললে কী হবে‚ কৃষ্ণ টের পেয়েছিলেন রাধার প্রস্থান | তাঁর দিব্য স্পর্শে জ্ঞান ফিরল রাধার |

কৃষ্ণ বললেন‚ রাধা যেন তাঁর কাছে কিছু প্রার্থনা করেন | কোনওদিন রাধিকা কিছু কামনা করেননি তাঁর কাছে | রাধিকা ঈশারায় জানালেন‚ একবার বাঁশি শুনবেন |  মোহনবংশীধারী তাঁর পরম ভক্তের একমাত্র প্রার্থনা পূর্ণ করলেন | বাঁশির স্বর্গীয় সুরে ভরে গেল চারদিক | এই সুর আগে কোনওদিনও বাজাননি তিনি | সুরের আবেশে চোখ বুজলেন রাধিকা | মর্ত্যলোকে শেষ হল তাঁর দায়িত্ব ও কর্তব্য | তাঁর ক্ষীণ দেহ বিলীন হয়ে গেল কৃষ্ণের সঙ্গে | তাঁদের যে সত্তা এক | ঈশ্বর এবং সাধিকার মিলনে পূর্ণ হল বৃত্ত | শ্রেষ্ঠ ভক্তের বিলীয়মান রূপ দেখে বাঁশি ভেঙে ফেলে দিলেন কৃষ্ণ | বৃন্দাবনের কানু থেকে আবার দ্বারকার রাজা হয়ে ফিরে গেলেন প্রাসাদে |- banglalive.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *