Fri. Jun 9th, 2023

ছোট্ট আকাশ কালো.. একরত্তি এই পৃথিবীর তুই ই আমার আলো।

বাঁধবো তোকে বাহু ডোরে বাঁধবো বুকের মাঝে.. জাপটে ধরে হারিয়ে যাব পিদিম আলোর সাঁঝে ।

জন্মদিনের মিষ্টি আদর মুখ ভরা হাসি.. তুই কি জানিস তোকে আমি কত্ত ভালোবাসি ।

হাসবি গাবি মন মাতাবি দুঃখ দূরে যাক.. বছর বছর আসুক এদিন ,মিষ্টি সুখে থাক।

— সুপর্ণা ঘোষ (২৩ অক্টোবর ২০১৭)

By Suparna Ghosh Kunda

নিজের কথা লিখতে গেলে গুলিয়ে যায়, বলতে জিভ জড়িয়ে যায়। তবুও নিজের কথা বলতে কার না ভালোলাগে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *