ছোট্ট আকাশ কালো.. একরত্তি এই পৃথিবীর তুই ই আমার আলো।
বাঁধবো তোকে বাহু ডোরে বাঁধবো বুকের মাঝে.. জাপটে ধরে হারিয়ে যাব পিদিম আলোর সাঁঝে ।
জন্মদিনের মিষ্টি আদর মুখ ভরা হাসি.. তুই কি জানিস তোকে আমি কত্ত ভালোবাসি ।
হাসবি গাবি মন মাতাবি দুঃখ দূরে যাক.. বছর বছর আসুক এদিন ,মিষ্টি সুখে থাক।